শিরোনাম
সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দ্বিতীয় দিনেও বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

আটকা শত শত পণ্যবাহী ট্রাক

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলের বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের কারণে দুই দেশের মধ্যে গতকাল দ্বিতীয় দিনের মতো আমদানি-রফতানি বন্ধ রয়েছে। পরপর দুই দিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় উভয় বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।

বেনাপোল কাস্টমস’র সহকারী কমিশনার আলী রেজা হায়দার জানান, গত শনিবার সকাল থেকে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে পণ্য রফতানি বন্ধ রাখে। রবিবার থেকে তারা পণ্য নেওয়াও বন্ধ করে দিয়েছেন। তবে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, পেট্রাপোল কাস্টম কর্তৃপক্ষ বন্দরের ১০টি ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে অগ্রাধিকার দিয়ে তাদের আগে রপ্তানী সুবিধা দিয়েছে। নিয়মবহির্ভূতভাবে রপ্তানি-সুবিধা দেওয়ার প্রতিবাদে শনিবার তারা আমদানি এবং রবিবার থেকে রপ্তানিও বন্ধ করে দেন। আমাদের দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘দাবি আদায়ে যে কোনো কর্মসূচি ব্যবসায়ীরা ডাকতে পারেন। কিন্তু বিষয়টি যদি তারা আগে থেকে আমাদের জানাতেন তাহলে আমদানি স্থগিত করা হতো। এতে বাংলাদেশি ব্যবসায়ীদের ক্ষতি কম হতো।’

সর্বশেষ খবর