সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চোর সন্দেহে নির্যাতিত যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে চোর সন্দেহে অমানবিক নির্যাতনের পর চুরির মামলা দিয়ে থানায় সোপর্দের পর এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রাজারহাট থানায় হত্যামামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নির্মম ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার খুলিয়াতারী গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানান,  গত শনিবার ভোর রাতে রাজারহাট উপজেলার খুলিয়াতারী গ্রামের আব্দুল আউয়াল ও তার সহযোগী ৮/১০ জনসহ একই গ্রামের ফরহাদ আলীর ছেলে তাজুল ইসলামকে (২২) চোর সন্দেহে হাত-পা বেঁধে বিবস্ত্র করে এলোপাতাড়ি মারপিট করে। এতে তাজুল গুরুতর আহত হয়। পরে ওইদিন সকালে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ওই যুবকের বিরুদ্ধে আব্দুল আউয়াল চুরির মামলা দিয়ে তাকে রাজারহাট থানা পুলিশের কাছে সোপর্দ করে।

সারাদিন অসুস্থ অবস্থায় ওই যুবক তাজুল ইসলামকে রাজারহাট থানা হাজতে রাখা হয়। বিকালে তাকে কোর্টে চালান করা হলে সে আরো অসুস্থ হয়ে পড়ে। এরপর কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সর্বশেষ খবর