মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘চন্দ্রকুমার দে’ লোক গবেষণা পুরস্কার পেলেন আশরাফ সিদ্দিকী

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সরকারি কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এই জনপদের লোকসাহিত্য ও সংস্কৃতি চর্চাকে পরিচর্যা করতে ‘ফোকলোর পর্ষদ’ গঠন করেছে। আর এই প্রথম এ জনপদের সন্তান লোকসাহিত্য সংগ্রহ ও গবেষণার কিংবদন্তি ব্যক্তিত্ব চন্দ্রকুমার দে’র নামে ‘চন্দ্রকুমার দে লোকগবেষণা পুরস্কার’ চালু করেছে এ পর্ষদ। কলেজের বাংলা বিভাগের হলরুমে গতকাল ফোকলোর পর্ষদের উদ্যোগে লোকসাহিত্য গবেষণা অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব ডক্টর আশরাফ সিদ্দিকীকে এ পুরস্কার প্রদান করা হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন মুখ্য আলোচক শিক্ষাবিদ যতীন সরকার। এ সময় উপস্থিত ছিলেন— অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকী ও প্রফেসর ড. মো. মাহবুব হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর