মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল প্রতিষ্ঠা করবেন জামান

ধামরাই প্রতিনিধি

বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল প্রতিষ্ঠা করবেন জামান

ঢাকার ধামরাইয়ে বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল ও বেকারত্ব দূরীকরণে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কথা জানালেন সম্প্রতি সিআইপি পদক লাভকারী আহম্মদ আল জামান। স্থানীয় কুশুরা ইউনিয়নের ডালিপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা নুর উজ জামানের ছেলে আহম্মদ আল জামান নিজ বাড়িতে গতকাল সাংবাদিকদের এ কথা জানান। ধামরাইয়ে ‘আন্তর্জাতিক ব্যবসায়ী’ হিসেবে আলোচিত জামান বলেন— তার শ্রীলংকা, ভারত, কাতার, মরিশাসসহ কয়েকটি দেশে চা, বাসমতি চাল, ফিশসহ বিভিন্ন রকমের ব্যবসা রয়েছে। বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালের জন্য বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে তাকে সিআইপি পদক দেওয়া হয়। জানা গেছে, ১৯৮৭ সাল থেকে লন্ডনসহ বিভিন্ন দেশে বসবাস করে তিনি ব্যবসা করছেন। গত আড়াই বছর ধরে মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, কলেজ, ব্যক্তিসহ বিভিন্নভাবে ব্যাপক অনুদান দিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর