বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভাঙ্গা নবীনগরে সংঘর্ষে আহত ৬০

মাদারীপুর নোয়াখালীতে হামলা ভাঙচুর লুট

প্রতিদিন ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংঘর্ষে ৬০ জন আহত হয়েছেন। ভাঙ্গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫৪ রাউন্ড গুলি ও ছয় রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এছাড়া পৃথক ঘটনায় নরসিংদী, মাদারীপুর ও নোয়াখালীতে হামলা সংঘর্ষ লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ও মানিকদহ ইউনিয়নবাসীর মধ্যে তুচ্ছ ঘটনায় গতকাল দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫৪ রাউন্ড শর্টগানের গুলি ও ছয় রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। স্থানীয়রা জানান, সোমবার মানিকদাহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা এএস একাডেমির সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা ছিল। অনুষ্ঠান চলাকালে দশম শ্রেণির ছাত্র সাজ্জাদের সঙ্গে সহপাঠী ইমরানের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরপর ওই দিন দুপুরে সাজ্জাদ পুখুরিয়া বাসস্ট্যান্ডে গেলে ইমরানের নেতৃত্বে ৪/৫ জন তাকে কুপিয়ে জখম করে। সাজ্জাদ মানিকদাহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দার ওয়াদুদের ছেলে। ইমরানের বাড়ি হামিরদী ইউনিয়নে। এ ঘটনায় দুই ইউনিয়নবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার দিবাগত রাতে দুই পক্ষ সংগঠিত হয়। মঙ্গলবার সকালে পুখুরিয়া বাসস্ট্যান্ডে উভয় পক্ষের শত শত লোক অবস্থান নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া : নবীনগর উপজেলায় গতকাল দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২১ দাঙ্গাবাজকে গ্রেফাতার করেছে। উপজেলা উরখুলিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে রাজ্জাক ও হামিদ গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরে গতকাল সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুর : কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে গত দুই দিনে কয়েক দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে দুই গ্রুপের কমপক্ষে পাঁচজন। হামলার সময় আতঙ্ক সৃষ্টি করতে একাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি বাড়িঘরে লুটপাটের ঘটনাও ঘটে। খাসেরহাট পুলিশ ফাঁড়ির আইসি শরিফ আব্দুর রশিদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিস্ফোরণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নোয়াখালী : সোনাইমুড়ী উপজেলার হাটগাঁও গ্রামের আখনজি বাড়িতে সন্ত্রাসী হামলা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতের এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। এ সময় সন্ত্রাসীরা স্থানীয় একটি মার্কেটের কয়েকটি দোকান ভাঙচুর করে নগদ টাকা ও কয়েকটি মুঠোফোন ছিনিয়ে নেয়। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি ককটেল বিস্ফোর ঘটায়। সোনাইমুড়ী থানার ওসি (তদন্ত) জয়দেব কুমার জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর