বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ধামরাইয়ে নির্মাণাধীন সেতু হুমকির মুখে

ধামরাই প্রতিনিধি

ধামরাইয়ে নির্মাণাধীন সেতু হুমকির মুখে

নির্মাণাধীন সেতুর পাশে ড্রেজার —বাংলাদেশ প্রতিদিন

ঢাকার ধামরাইয়ে বাস্তা বংশী নদীর উপর নির্মাণাধীন সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে সেতুটি। বালু লুটের ফলে যে কোনো সময় সেতুর পিলারগুলো দেবে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। ড্রেজার লাগানোয় পাশের সরকারি গুচ্ছগ্রামটি ভাঙনের মুখে রয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও রহস্যজনক কারণে তারা ব্যবস্থা নিচ্ছেন না। জানা যায়, বাস্তা বংশী নদীর উপর ৭৫ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণের জন্য দুই কোটি ৯০ লাখ ২ হাজার টাকায় টেন্ডার পেয়ে ফাহিম কনস্ট্রাকশন কাজ শুরু করেন। সম্প্রতি সহকারী ঠিকাদার ধামরাই উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল হোসেনের সহযোগিতায় স্থানীয় আনিছুর রহমান আনিছ নামে এক ব্যক্তি ড্রেজার লাগিয়ে বালু তুলতে থাকেন। অভিযুক্ত আনিছ জানান, সেতুর ঠিকাদার তাকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করতে বলেছেন। সহকারী ঠিকাদার আবুল হোসেনের ভাষ্য, তিনি কাউকে বংশী নদীতে ড্রেজার বসানোর কথা বলেনি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা মোস্তারী জানান, ওইসব ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর