বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গণমনস্তাত্ত্বিক রোগে ৩১ ছাত্রী অসুস্থ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বিচাত্রা ফাজিল মাদ্রাসায় গত তিন দিনে ৩১ ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদ্রাসা সূত্র জানায়, গত সোমবার ক্লাস চলাকালে অষ্টম শ্রেণির ১০ ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাদের মাথায় পানি ঢেলে সুস্থ করে বাড়ি পাঠানো হয়। মঙ্গলবার একইভাবে অসুস্থ হন সপ্তম শ্রেণির আট ছাত্রী। মাথায় পানি ঢাললে তারাও সুস্থ হন। গতকাল মাদ্রাসায় এসেম্বলি চলাকালে আবারও ১৩ ছাত্রী অসুস্থ হন। প্রাথমিক প্রচেষ্টায় আটজন সুস্থ হলেও বাকিদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চিকিৎসকরা জানান, এটা ‘মাস সাইকোসিস’ বা গণমনস্তাত্ত্বিক রোগ। বিশেষত টেনশনের কারণে এ রোগ হয়। এটা হলে শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমে যায়। হাত-পা ঠাণ্ডা হয়ে আসে।

সর্বশেষ খবর