বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
চলন্ত বাস থেকে ফেলে ছাত্র আহত

প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

ঝালকাঠি প্রতিনিধি

চলন্ত বাস থেকে চার ছাত্রকে ফেলে আহত করার প্রতিবাদে শিক্ষার্থীদের ডাকা অবরোধ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আহত হয়েছে ছয় ছাত্র। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। রাজাপুর উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজের সামনের সড়কে গতকাল এ ঘটনা ঘটে। মানববন্ধনে অংশ নেওয়া আহত ছাত্র নাঈম মাহমুদ জানান, বেপরোয়া গতিতে গাড়ি চালানো নিয়ে বিতর্কের জেরে মঙ্গলবার রাজাপুর ডিগ্রি কলেজের চার ছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে দেয় সুপারভাইজার ও হেলপার। এতে আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি আছেন। এর প্রতিবাদে বুধবার সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে। লাঠিচার্জে ছয় ছাত্র আহত হয়েছে বলে দাবি নাঈম মাহমুদের। রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস বলেন, ছাত্রদের ওপর লাঠিচার্জ করা হয়নি। সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তবে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার কথা স্বীকার করেছেন ওসি।

সর্বশেষ খবর