শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফতুল্লায় মাটি খুঁড়ে মিলল ’৭১-এর রাইফেল ও গুলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাটি খুঁড়ে ৭টি থ্রি নট থ্রি রাইফেল ও বস্তাভর্তি গুলি পাওয়া গেছে। গতকাল সন্ধ্যায় ভূইগড় কড়ইতলা এলাকার তাহেরুননেছা রুনুর বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। ১৯৭১-এ মুক্তিযুদ্ধের সময় এসব অস্ত্র ব্যবহৃত হয়েছিল বলে ধারণা পাওয়া গেছে। ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, রুনুর বাড়িতে মাটি ভরাট ও খননের কাজ চলছিল। ওই সময়ে শ্রমিকরা বস্তা দেখতে পেয়ে সেগুলোর ভিতরে গুলি ও রাইফেল দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বস্তাবন্দী অবস্থায় গুলি ও ৭টি রাইফেল উদ্ধার করেছে। এসব রাইফেল এখন ব্যবহারের অযোগ্য। ফতুল্লা ইউপি মেম্বার রাশেদা বেগম জানান, এই বাড়িটির প্রকৃত মালিক ছিলেন তাহেরুননেছার ভাই সিরাজুল ইসলাম, যিনি নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় এমপি ছিলেন। প্রয়াত এ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধচলাকালীন ছিলেন কমান্ডার।

সর্বশেষ খবর