শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আওয়ামী লীগ বিএনপির আট প্রার্থীর মনোনয়নপত্র জমা

চার উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন

প্রতিদিন ডেস্ক

বরিশালের গৌরনদী ও বানারীপাড়া, কিশোরগঞ্জের হোসেনপুর এবং ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা পরিষদের শুধুমাত্র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ৬ মার্চ।

গতকাল ছিল উপ-নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে সৈয়দা মনিরুন্নাহার মেরী, বিএনপির মনজুর হোসেন মিলন  মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের গোলাম ফারুক, বিএনপির শাহেআলম মিয়া, জাতীয় পার্টির মিজানুর রহমান চোকদার এবং জাসদের টিপু সুলতান মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বছরের ১৯ ফেব্রুয়ারি গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহেআলম খানের মৃত্যুতে এবং জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে গত ৩ ডিসেম্বর বানারীপাড়া উপজেলা চেয়ারম্যানের পদত্যাগের কারণে দুটি চেয়ারম্যান পদ শূন্য হয়। হোসেনপুর : আওয়ামী লীগের মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, বিএনপি থেকে মো. জহিরুল ইসলাম মবিন, স্বতন্ত্র মুক্তিযোদ্বা কমান্ডার এমএ সালাম, সাবেক ছাত্র নেতা মো. সোহেল মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২০১৫ সালে ৩০ নভেম্বর তারিখে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আয়ুব আলীর হঠাৎ মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। ঝালকাঠি : জেলার কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের গোলাম কিবরিয়া সিকদার এবং বিএনপির ছাব্বির আহম্মেদ মনোনয়নপত্র দাখিল করেছেন। গোলাম কিবরিয়া মনোনয়নপত্র দাখিলের সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০১৬ সালের ৬ অক্টোবর কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. ফারুক সিকদারের মৃত্যুতে পদটি শূন্য হয়।

সর্বশেষ খবর