শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নালিতাবাড়ীতে সেচ সংকটে ৫০০ একর জমি

নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়  চেল্লাখালী নদীতে পানি না থাকায় ৫০০ একর সদ্য রোপণ করা  জমিতে সেচ সংকট দেখা দিয়েছে। নদীর উজানে সেচ পাম্প সপ্তাহে দুই দিন বন্ধ রেখে ভাটির কৃষকদের সেচসুবিধা পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ ও সেচ পাম্প মালিকরা জানান, উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্নাসীভিটা এলাকায় চেল্লাখালী নদীর উপর ১২ কোটি টাকা ব্যয়ে ২০১৫ সালের ১৫ মে রাবার ড্যামের উদ্বোধন করা হয়। গত ২১ ডিসেম্বর রাবার ড্যামের ১ কিলোমিটার উজানে মাটির বাঁধ ভেঙে যায়। এতে রাবার ড্যামের মাধ্যমে বোরো আবাদের জন্য মজুত করা পানি ছেড়ে দেওয়া  হয়। বর্তমানে নদীতে সামান্য পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে। আর নদীর উজানে পোড়াগাঁও ইউনিয়নের ৫ কিলোমিটার এলাকায় বোরো আবাদের জন্য নদীর দুই পাশে ৩০ থেকে ৩৫টি পাম্পের মাধ্যমে সেচ দেওয়া হচ্ছে। ফলে নদীর ভাটি এলাকার নন্নী উত্তর বন্দ, অভয়পুর, তাজুরাবাদ, বেকিকুড়া ও বাতকুচি গ্রামের ১২ জন সেচ পাম্প মালিকের আওতায় ৫০০ একর বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। নদীর উজানের সেচ পাম্প সপ্তাহে দুই দিন বন্ধ রেখে ভাটিতে পানি দেওয়ার জন্য ইউএনওর কাছে নন্নী ইউনিয়নের সেচ পাম্প মালিকরা লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টা দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর