শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আবেদনের ২১ ঘণ্টায় মধ্যে বিদ্যুৎ সংযোগ

ফেনী প্রতিনিধি

সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের বিদ্যুত্প্রত্যাশী প্রতিবন্ধী ভিক্ষুক মোস্তফা তার আবাসিক সংযোগ পেলেন আবেদনের মাত্র ২১ ঘণ্টার মাথায়। তিনি বিদ্যুৎ সংযোগের জন্য গত বুধবার দুপুর ১টায় আবেদন করলে বৃহস্পতিবার সকাল ১০টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার ঘরে সংযোগ প্রদান করেন।

মোস্তফা ফেনী শহরের ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। তার মিটারের জামানত ও সদস্য ফি দিয়েছেন অফিসের কর্মকর্তারা। আবেদনের ২১ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ ও এর জন্য আর্থিক সহযোগিতা করায় আবেগাপ্লুত হন মোস্তফা। সংযোগ প্রদানের সময় উপস্থিত ছিলেন— ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, ডিজিএম সদর দপ্তর কারিগরি প্রকৌশলী সুকুমার চৌধুরী, রিটেনার প্রকৌশলী ডিডিসিএল আবদুল কাদের, এজিএম (এমএস) হাছান আলী। মিজানুর রহমান বলেন, ‘সব বিদ্যুত্প্রত্যাশী পরিবারকে দ্রুত সংযোগ দেওয়া হচ্ছে। গ্রাহক হয়রানি নয়, সেবাই আমাদের লক্ষ্য।’

সর্বশেষ খবর