শিরোনাম
শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন

মোরেলগঞ্জে তিন প্রার্থীর মনোনয়নই বৈধ

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে দাখিল করা তিন প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গতকাল বেলা ১১টায় মনোনয়নপত্রগুলো বাছাই করা হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের শূন্যপদে আওয়ামী লীগ থেকে ফাহিমা খানম, বিএনপি থেকে খ.ম বদিউজ্জামান ও জাতীয় পার্টি থেকে মো. আখতারুজ্জামান মনোনয়নপত্র জমা দেন। গতকাল বাছাইয়ের সময় আওয়ামী লীগ প্রার্থী স্বদলবলে উপস্থিত হন। নিরাপত্তার অভাবে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা সেখানে যাননি। এই দুই প্রার্থীর প্রস্তাবকারী ও সমর্থনকারীরা উপস্থিত হলেও তাদের তাড়িয়ে দেওয়া হয়। এ সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বাদল চন্দ্র অধিকারী বলেন, ‘জাতীয় পার্টি প্রার্থীর প্রস্তাবকারী সাইফুল ফরাজীকে কিছু বখাটে যুবক তুলে নেওয়ার চেষ্টা করছিলো। এ সময় আমি পুলিশের সহযোগিতা নিই’। অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী ফাহিমা খানম বলেন, ‘যাদের জনসমর্থন নেই তারা নিরাপত্তাহীনতার ধুয়া তুলে মাঠে আলোচনায় থাকতে চাইছেন। আমার কর্মী সমর্থকরা কারো ওপর চড়াও হয়নি’।

সর্বশেষ খবর