মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বগুড়ায় জমি বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রতিদিন ডেস্ক

বগুড়ায় জমি বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে ও চুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বরিশালে প্রতিপক্ষের হামলায় জেলে নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা ও ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার করা হয়েছে দুজনের লাশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

বগুড়া শেরপুর উপজেলার সিংহের সিমলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সাহেব আলী (৫৫) নামে ব্যক্তিকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সিংহের সিমলা গ্রামের সাহেব আলী ও আবু সাঈদের মধ্যে জমি নিয়ে মামলা চলছিল। এ নিয়ে একটি মামলায়  শেরপুর থানার এসআই জোহা সঙ্গে ফোর্স নিয়ে আসামি ধরতে যান। এ সময় বাদী আবু সাঈদ, তার দুই ছেলে শাহীনুর ও আমিনুর আসামি সাহেব আলীকে ধাওয়া করে ধরে পিটাতে পিটাতে ফুলজোড় নদীতে (বাঙ্গালী) ফেলে চুবিয়ে হত্যা করে। শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়েছে। বরিশাল : মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে গতকাল প্রতিপক্ষের হামলায় খোকন মিয়া (২২) নামে এক জেলে নিহত হয়েছেন। খোকন ওই উপজেলার শ্রীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। এ ঘটনায় আলম রাড়ি ও ছালাম রাড়ি নামে দুজনকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা : সদর উপজেলার শৈলগাড়ী গ্রামের মাঠ থেকে আজাবুল ইসলাম (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর কাছে খবর পেয়ে গতকাল দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। আজাবুল শৈলগাড়ী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে জবাই করে ও পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে পৌর এলাকার টানপাড়ার তিতন শাহ মাজার সংলগ্ন এক বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল দুপুরে  লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে একটি ব্যাগ, একটি ট্রেনের টিকিট ও হাসপাতালের একটি ফরম পাওয়া যায়।

সর্বশেষ খবর