মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হামলা পাল্টা হামলা বাড়িঘর ভাঙচুর লুট

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে পূর্বশক্রতার জেরে হামলা-পাল্টা হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় বেলজানী গ্রামের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মাতুব্বর গ্রুপের রুহুলের ছেলে সোহেলসহ ১০-১২জন জিন্নাহ মাতুব্বর গ্রুপের আবুল কাশেম মোল্লার ছেলে সাগর মোল্লাকে বেলজানী বটতলা নামক স্থানে মারধর করে একটি মোটরসাইকেল নিয়ে যায়। সাগরকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার পায়ের গোঁড়ালি কেটে ফেলা হয়েছে ও বুকে-পিঠে হাতুড়ি পেটা করা হয়েছে। এ ঘটনায় জিন্নাহ গ্রুপের লোকজন ওই দিন রাতে আলাউদ্দিন মাতুব্বর গ্রুপের লোকজনের বাড়িতে হামলা চালিয়ে ১৩টি বসতঘর ভাঙচুর করে এবং লুটপাট করে। এ ঘটনার জেমর সোমবার সকালে আলাউদ্দিন মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জিন্নাহ  মাতুব্বরের গ্রুপের বাড়িতে হামলা চালিয়ে রাসেল মোল্যা, তোফায়েল শেখ ও মোজাম মোল্যাসহ ৫০টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ ওঠে। আলাউদ্দিন মাতুব্বর জানান, তিনি হামলার সময় ছিলেন না। তবে জিন্নাহ গ্রুপের লোকজন তার গ্রুপের লোকজনের বাড়িতে হামলা করে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। পরে সকালে তার লোকজনও হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে।  বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, কোন পক্ষই এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি।

সর্বশেষ খবর