মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাঁধ কেটে দেওয়ায় ভেসে গেছে ৪ কোটি টাকার মাছ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে রবিবার গভীর রাতে মৎস্য খামারের বাঁধ কেটে দেওয়ায় প্রায় চার কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বামনাখালী গ্রামের কাউড্ডাকুড়ি বিলে প্রতিষ্ঠিত রুবেল মৎস্য খামারে এ ঘটনা ঘটে। খামার মালিক মোফাজ্জল হোসেন রুবেল জানান, বিভিন্ন মালিকের কাছ থেকে ক্রয়, বায়না, লিজ ও মৌখিক অনুমতি নিয়ে গত এক বছর ধরে প্রায় ৩২ একর জমিতে মাছের চাষ করে আসছি। শুরুর দিকে আমার খামারে একটি ভেকু, একটি এক্সোভেটর ও তিনটি পানি নিষ্কাশনের মেশিন ভাঙচুর করে স্থানীয় রফিকুল ও তার সাঙ্গোপাঙ্গরা। ওই ঘটনায় রফিকুলসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চার্জশিট হয়। তারই জেরে রবিবার দিবাগত রাতে স্থানীয় কিছু লোক আমার খামারের বাঁধ কেটে দেয়। এতে ভেসে যায় প্রায় চার কোটি টাকার মাছ। তিনি জানান, ঘটনার পর থেকে দেশীয় অস্ত্র হাতে ওই স্থানে রফিকুলের লোকজন ঘুরাফেরা করছে। প্রাণনাশের ভয়ে খামারে গিয়ে বাঁধের কাটা অংশ মেরামত করতেও পারছেন না বলে জানান রুবেল। ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাটি তাকে মোবাইল ফোনে জানানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর