বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভালবাসা দিবস টুকিটাকি

মায়েদের পা ধুয়ে দিল শিশুরা

টাঙ্গাইলে মায়েদের সম্মানে ভিন্ন আঙ্গিকে পালিত হলো বিশ্ব ভালবাসা দিবস। গতকাল সকালে হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উদ্যোগে মাঠ প্রাঙ্গণে মায়েদের পা ধুয়ে ভালবাসার প্রকাশ ঘটানো হয়। এতে শতাধিক মা ও তাদের ৩-৬ বছরের সন্তান অংশ নেন। শুরুতে মায়েদের পা ধুয়ে দেয় শিশুরা। পরে মায়ের জন্য ভালবাসা স্লোগান দিয়ে তাদের গলায় মেডেল পরিয়ে দেয়।—টাঙ্গাইল প্রতিনিধি

ফুল কেনার টাকা দিল গরিবদের

ভালবাসা দিবসে মনের মানুষকে ফুল না দিয়ে সে টাকা বাঁচিয়ে ১৩০ গরিব-দুঃখীকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দিয়েছেন নবীনগর মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীরা। উদ্যোক্তা জেবিন জাহান ও প্রমা বলেন, ‘ভালবাসার বিনিময়ে ফুল দেওয়া হয়। আমরা খাবারের বিনিময়ের ভালবাসা চাই।’ এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের জন্য ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেচে-গেয়ে আনন্দ উল্লাস করে প্রতিবন্ধীরা। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাটা হয় কেক। ফেসবুক ভিত্তিক সংগঠন ’বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে’ এ অনুষ্ঠান আয়োজন করে।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পথচারীর হাতে লাল গোলাপ পথশিশুদের

‘ভালোবাসী আপনাকে’ বলে একতিলক হাসি জড়িত চেহারা নিয়ে পথচারীদের হাতে লাল গোলাপ তুলে দিয়েছে পথশিশুরা। এই অসহায় ছিন্নমূলদের প্রতি ভালোবাসা বিলিয়ে দেওয়ার আহ্বান নিয়ে পাশে দাঁড়িয়েছেন তারুণ্যের সদস্যরা। ‘ভাইয়া আমরা এই বাচ্চাদের শিক্ষিত করতে চাই। আপনার একটু সহানুভূতি এদের জীবনকে বদলে দিতে পারে’ এমন পরিবর্তনের বানী দিয়ে পথশিশুদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান একঝাঁক তরুণ।

—মৌলভীবাজার প্রতিনিধি

ফুল দিল পুলিশ

পথাচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে মেহেরপুর পুলিশ বিভাগ। ‘সুন্দর জীবন, আইন আর নৈতিকতার কথাই শুধু পুলিশ বলে না, পুলিশের হৃদয়ে ভালোবাসাও আছে’ এ স্লোগানে শহরের বিভিন্ন মোড়ে পথচারি, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সদস্যরা। সকালে শহরের কোট মোড়ে পুলিশ সুপার আনিছুর রহমান পথচারীদের ফুল দিয়ে শুভেচ্ছার সূচনা করেন।—মেহেরপুর প্রতিনিধি

গাছে গাছে ঘর পাখির জন্য

ঝালকাঠিতে পাখির প্রতি ভালবাসায় গাছে গাছে ঘর বেঁধে দিয়েছে একদল তরুণ। ‘নির্ভয়ে ভালবাসায় বাঁধব পাখির নীড়’ স্লোগানে গতকাল জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিসি মিজানুল হক চৌধুরী।—ঝালকাঠি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর