বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘সুবিধার অভাবে বিদেশি পর্যটক নেই’

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেছেন, পার্বত্যাঞ্চলে পর্যাপ্ত পর্যটন সুবিধার অভাবে বিদেশি পর্যটকদের আগমন নেই। পাহাড়ে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ গড়ে তোলা না গেলে দেশি-বিদেশি পর্যটকের আগমন বাড়ানো যাবে না। পার্বত্য জেলা পরিষদ মিলানায়তনে পর্যটন উন্নয়ন বিষয়ক শীর্ষক সেমিনারে গতকাল তিনি এ কথা বলেন। জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব কামাল উদ্দীন তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ মানজ্জারুল মান্নান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান অরুণ কান্তি, পৌরমেয়র আকবর হোসেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।

সেমিনারে ৬০০ কোটি টাকার পর্যটন উন্নয়ন প্রকল্পের মাস্টার প্ল্যান তৈরি হয়েছে বলে জানানো হয়।

সর্বশেষ খবর