শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

বগুড়ায় মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও বাস-চালকের সহকারী নিহত হয়েছেন। রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশুর। এছাড়া ঝিনাইদহ,  কুমিল্লা, নাটোর ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও  চারজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও বাস-চালকের সহকারী নিহত হয়েছেন।  নিহত বাসচালকের সহকারী নওগাঁর বেজাহার গ্রামের আফজাল হোসেনে ছেলে দুলাল। তবে নিহত ট্রাকচালকের নাম-পরিচয় জানা যায়নি। রাজশাহী : তানোরে আলাদীঘি এলাকায় সরু ব্রিজে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যান একসঙ্গে ওঠে পড়ে। এ সময় ট্রাকের সঙ্গে চাপা লেগে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমান (৯) নামে এক শিশু মারা যায়। নিহত হাবিবুর জেলার মোহনপুর উপজেলার খোলাগাছি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এছাড়া ঝিনাইদহের কালীগঞ্জে আলমসাধু উল্টে চালক নরোত্তম, কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় বাসচালকের সহকারী আবদুল খালেক, নাটোরের গুরুদাসপুরে আব্দুল আলিম নামে মোটরসাইকেল চালক ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ সড়ক দুর্ঘটনায় লোকমান হোসেন সোহাগ নামের এক যুবক নিহত হয়েছে।  চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু : লালমনিরহাট প্রতিনিধি  জানান, জেলার পাটগ্রাম উপজেলায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মরিয়ম বেগম (৪২) নামে এক গৃহবধূ মারা গেছে। গৃহবধূ উপজেলার কুচলিবাড়ী গ্রামের আক্কাস আলীর স্ত্রী। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় গৃহবধূ মরিয়ম পাটগ্রাম উপজেলা থেকে অটোরিকশা যোগে পাশের হাতিবান্ধা উপজেলার দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর