শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘এক কোটি ৩০ লাখ মাকে উপবৃত্তি দেওয়া হবে’

মাগুরা প্রতিনিধি

সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের এক কোটি ৩০ লাখ মাকে উপবৃত্তি দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম-আল-হোসেন গতকাল মাগুরা সদরের রাউতড়া হৃদয়নাথ স্কুল ও কলেজ অডিটরিয়ামে এক সমাবেশে এ তথ্য জানান। সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, সদর উপজেলা নির্বাহী  কর্মকর্তা ইয়ারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন প্রমুখ।  সমাবেশে সদর উপজেলার সাত শতাধিক বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও    মায়েরা অংশ নেন।

সর্বশেষ খবর