শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইমান আকিদাবিরোধী কোনো কাজ জনগণ বরদাস্ত করবে না : আল্লামা শফী

কুমিল্লা প্রতিনিধি

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমাদ শফী বলেছেন বাংলাদেশ শতকরা ৯২ ভাগ মুসলমানদের দেশ, আজানের ধ্বনিতে এদেশের মানুষের ঘুম ভাঙে। রাজনৈতিকভাবে যে যেদলই করি না কেন আমরা মুসলিম— এটিই আমাদের বড় পরিচয়। আল্লাহ এবং তার রাসূলের ভালবাসা আমাদের অন্তরে প্রবল। ইসলাম, ইমান-আকিদাবিরোধী কোনো কাজ এ দেশের জনগণ বরদাস্ত করবে না। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার সাতানী আশরাফুল উলূম মাদরাসায় ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। মাদরাসার মুহতামীম ও হেফাজত নেতা মাওলানা আলতাফ হোসাইনের সভাপতিত্বে ও সুলতান মুহীউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস, খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, মাওলানা আব্দুল হামিদ, মুফতি ফয়জুল্লাহ, মুফতি আবুল হাসানাত আমিনী, মুফতি সাখাওয়াত, মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ূবী, মাওলানা আবুল কাশেম আশরাফী, কারি আহমাদ বিন ইউসুফ আল-আযহারী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নুরুল আমীন, মহিউদ্দীন ফারুকী প্রমুখ।

সর্বশেষ খবর