রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি

যশোর বেনাপোল কাস্টম হাউসের সার্ভার সমস্যার কারণে গতকাল সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক আছে পাসপোর্ট যাত্রী যাতায়াত। বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুস ছালাম জানান, শুক্রবার রাত থেকে কাস্টমসে সফটওয়্যার আপডেটের কাজ চলছে। এ কারণে শনিবার দুই দেশের মধ্য আমদানি-রফতানি বন্ধ রাখার জন্য ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। ফলে শনিবার সারাদিন বন্দরে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ ছিল। রবিবার সকাল থেকে আবারো দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর