Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:০৭
গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সভা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ টিটু মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনাসভা সংগঠনের সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার আসাদুজ্জামান, সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুল আলম রিপু, বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট-এর রাজশাহী বিভাগীয় সেলস্ ম্যানেজার মাছুম বিল্লা, বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট-এর প্রকৌশলী শরিফুল ইসলাম শরিফ, এবি সিরামিসক-এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, লাফাজ সুরমা সিমেন্টের এরিয়া ম্যানেজার আবুল খায়ের, বগুড়া সদর থানার অফিসার্স ইনচার্জ এমদাদ হোসেন প্রমুখ।

পরে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের সৌজন্যে পঙ্গু নির্মাণ শ্রমিকদের আর্থিক অনুদান প্রদান করা হয়।

এই পাতার আরো খবর
up-arrow