রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশন ‘২০১৬’ গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে সকালে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এবারের সিনেটে বিশ্ববিদ্যালয়ের চাকরি সংবিধির কতিপয় ধারায় সংশোধনী প্রস্তাব অনুমোদন এবং এ বছরের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

অধিবেশনে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে যত না সমস্যা, তার চেয়ে বেশি সমস্যা অবকাঠামোগত অনুন্নয়ন, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে অনীহা বা অপারদর্শিতা, শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে এখনো পেশাদারিত্বের মনোভাব গড়ে না ওঠা ইত্যাদি। এসব বাস্তব অবস্থা মোকাবিলা করেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’

সিনেট অধিবেশনে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ধীরেন্দ  দেবনাথ শম্ভু এমপি, বেগম হেপী বড়াল এমপি, ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল হাসান চীেধুরী প্রমুখ।

সর্বশেষ খবর