সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রবেশপত্রে ভুল : পরীক্ষা দিতে পারেনি ১১ শিক্ষার্থী

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় চলতি এসএসসি পরীক্ষায় প্রবেশপত্রে বিষয় কোডের ভুলের কারণে এক বিষয়ে পরীক্ষা দিতে পারেননি ১১ শিক্ষার্থী। বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রবিবার পৌরনীতি পরীক্ষা দিতে গিয়ে ভুল ধরা পড়ে। গফুরাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এই ১১ শিক্ষার্থী আগের সব পরীক্ষায় অংশ নিয়েছেন।

পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থী আব্দুর রহমান জানান, রবিবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে যাই একই স্কুলের ১১ শিক্ষার্থী। কিন্তু তাদের নির্দিষ্ট ৬ নম্বর কক্ষ খুলে না দেওয়ায় বিষয়টি কেন্দ্র সচিবকে জানানো হয়। সে সময় প্রবেশপত্র যাচাই করে ভুলের বিষয়টি নজরে আসে। পৌরনীতি বিষয়ের কোড ১৪০ এর পরিবর্তে তাদের প্রবেশপত্রে লেখা রয়েছে অর্থনীতি বিষয়ের কোড ১৪১। এ কারণে কর্তৃপক্ষ তাদের পরীক্ষা দিতে দেয়নি। অর্থনীতি বিষয়ে পরীক্ষা দিতে পরামর্শ দেয়। ভুক্তভোগীরা জানান, দুই বছর পৌরনীতি বিষয়ে প্রস্তুতি নিয়েছি। ২৮ ফেব্রুয়ারি অর্থনীতি বিষয়ের পরীক্ষা। মাত্র এ কদিন প্রস্তুতি নিয়ে নতুন বিষয়ে পরীক্ষা দেওয়া নিয়ে চিন্তায় পড়েছেন তারা। গফুরাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম বলেন, রেজিস্ট্রেশনের সময় কোনো ভুলের কারণে বিষয় কোড পরিবর্তন হয়ে থাকতে পারে। পরীক্ষার আগে বিষয়টি নজরে এলে সংশোধনের ব্যবস্থা করা যেতো। তারা অর্থনীতি বিষয়ের পরীক্ষা দিতে পারবে। কেন্দ্রসচিব খালিদ হোসেন লিটন জানান, প্রবেশপত্রে বিষয় কোড উল্লেখ না থাকায় শিক্ষার্থীদের পৌরনীতি বিষয়ের পরীক্ষা দিতে দেওয়া হয়নি।

সর্বশেষ খবর