সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

১১ মাসেও চিহ্নিত হয়নি ঘাতকরা

তনু হত্যা

কুমিল্লা প্রতিনিধি

১১ মাসেও চিহ্নিত  হয়নি ঘাতকরা

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ১১ মাস পেরিয়ে গেলেও ঘাতকরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। মামলার তদন্ত কার্যক্রম এবং মামলার ভবিষ্যৎ নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন তনুর পরিবারের সদস্যরা। তারা জানান, থানা পুলিশ ও ডিবির পর গত বছরের ১ এপ্রিল থেকে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি-কুমিল্লা। ঘটনার পর পর ঘাতকদের বিচারের দাবিতে বিভিন্ন মহলসহ দেশব্যাপী প্রতিবাদের ঝড় তুললেও ধীরে ধীরে সবই থেমে গেছে। এদিকে তনুর লাশের দুই দফা ময়নাতদন্ত, মামলার তদন্তকারী সংস্থা/কর্মকর্তা পরিবর্তন হলেও এ পর্যন্ত আলোর মুখ দেখেনি মামলা।  তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘আমরা মেয়ে হত্যার বিচার চেয়ে সিআইডির দ্বারে দ্বারে ঘুরে ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছি। জানি না বিচার পাব কি না। সিআইডি কর্মকর্তারা শুধুই বলছেন- তনু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে এবং ঘাতকরা শাস্তি পাবে। কিন্তু এ পর্যন্ত বিচার পাব- এমন কোনো কার্যক্রম তারা দেখাতে পারেননি।’ মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সিআইডি-কুমিল্লার সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ বরাবরের মতো বলেন, ‘মামলাটির তদন্ত কাজ চলছে। তাই এ বিষয়ে এখন কোনো মন্তব্য করা যাচ্ছে না।’

সর্বশেষ খবর