Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:১৯
শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহার না করার আহ্বান
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা যৌন হয়রানি প্রতিরোধে প্রশাসনের সহযোগিতা নিতে ও ফেসবুক ব্যবহার থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান জানান। সকালে স্থানীয় নছির আহম্মেদ ভূঁইয়া মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুর রহমান, সোস্যাল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবদুস শহীদ, উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান সবুজ, ম্যানেজিং কমিটির সদস্য আবদুল করিম, ওবায়দুর রহমান প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow