Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০১:৩৯

চলন্ত ফেরিতে ট্রাকের চাপায় মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

চলন্ত ফেরিতে ট্রাকের চাপায় মৃত্যু

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা একটি চলন্ত ফেরির ভেতর ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নদী পার হওয়ার সময় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাদ্দাম হোসেন (২৭)। পেশায় অটোরিকশাচালক। নিজ বাড়ি ময়মনসিংহ থেকে তিনি ফরিদপুর যাচ্ছিলেন। গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ৬টার দিকে পাটুরিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে ‘কপোতী’ নামে একটি ফেরি। ঘাট ছাড়ার কিছুক্ষণ পর সাদ্দাম বাস থেকে নেমে ফেরির রেলিংয়ের সামনে দাঁড়ান। এ সময় পেছনে থাকা পণ্যবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘাতক ট্রাক ও চালক আমিন শেখকে আটক করেছে। নিহত সাদ্দামের সহযাত্রী সুজন জানান, ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল (আটরশীর) বার্ষিক উরসে যাওয়ার জন্য তাঁরা ৪৪ জন একসঙ্গে রওনা দেন। সকালে তাঁদের বাসটি ফেরিতে ওঠে। ফেরি ছাড়ার পর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে নদী দেখছিলেন সাদ্দাম। এ সময় ঢেউয়ের দুলুনিতে ফেরিতে একটি ট্রাক সামনে এগিয়ে তাঁকে চাপা দেয়। ট্রাকটির চাকা কিছু দিয়ে আটকানো ছিল না। ট্রাকচালক আমিন জানান, ফেরিতে উঠার পর ট্রাকের চাকার নিচে জোগান দেওয়ার কথা ছিল তাঁর সহকারীর। তিনি জোগান না দিয়ে ঘোরাফেরা করতে থাকেন।


আপনার মন্তব্য

এই পাতার আরো খবর