সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পৃথক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ ও মানিকগঞ্জে দুটি হত্যা মামলায় দুজনের ফাঁসির আদেশ এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল এ রায় ঘোষণা করা হয়। কিশোরগঞ্জে কৃষক আজিজ হত্যার দায়ে একজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আব্দুর রহমান। ফাঁসির আসামি হলেন— নিকলী উপজেলার উত্তর দামপাড়া গ্রামের চানফর ভূঞা। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন শাহীন ভূঞা। 

এদিকে মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া গ্রামে কৃষক আয়নাল হোসেন হত্যার দায়ে নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির গতকাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নুরুল ইসলাম (২৫) কাফাটিয়া গ্রামের হযরত আলীর ছেলে।

গাজীপুরে একজনের যাবজ্জীবন : গাজীপুর প্রতিনিধি জানান, শ্রীপুর থানার একটি হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক গতকাল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি রুবেল শামা (২৬) সুনামগঞ্জের দোয়ারা বাজার থানার মোক্তার হোসেনের ছেলে।

সর্বশেষ খবর