মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় পৌর কাউন্সিলর এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৯

প্রতিদিন ডেস্ক

দিনাজপুর, রংপুর, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের সড়ক দুর্ঘটনা ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পৌরসভার এক কাউন্সিলর ও দুজন এসএসসি পরীক্ষার্থী রয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

দিনাজপুর : দিনাজপুর-সেতাবগঞ্জ সড়কে ট্রলির ধাক্কা লাগলে মাইক্রোবাস আরোহী আব্দুল মতিন মতি নিহত হন। রবিবার দিবাগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। মতি সেতাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক। এদিকে জেলার পার্বতীপুরে গতকাল ট্রাকের ধাক্কায় আবু মুসা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মুসা ফুলবাড়ী উপজেলার রামরাইপুর গ্রামের মুক্তিযোদ্ধা ওবায়দুল ইসলামের ছেলে। রংপুর : পীরগঞ্জ উপজেলায় টেম্পোর ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। উপজেলার জামতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা খাতুন পীরগঞ্জ সদর ইউনিয়নের রামপুরা গ্রামের মাহবুবার রহমানের মেয়ে। এদিকে রংপুর সদর উপজেলার মমিনপুরে রবিবার দিবাগত রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মাজাহারুল ইসলাম তুষার নামে এক যুবক।

বগুড়া : কাহালুর মালঞ্চা বোলধর নামক স্থানে গতকাল বাসচাপায় নিহত হয়েছেন দাখিল পরীক্ষার্থী হাফিজুর রহমান। হাফিজুর কাহালু উপজেলার ডোমরগ্রামের হামেদ আলীর ছেলে। পরীক্ষার কেন্দ্রে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। ব্রাহ্মণবাড়িয়া : নবীনগর উপজেলার কালঘরা গ্রামে দুটি অটোরিশার সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহত বিল্লাল মিয়া উপজেলার লহরী গ্রামের মোহন মিয়ার ছেলে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেতবাড়িয়ায় গতকাল বাসচাপায় নিহত হয়েছেন এক অটোরিকশা যাত্রী। লক্ষ্মীপুর : বাসচাপায় ফারুক নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। লক্ষ্মীপুর-রামগতি সড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। ফারুক রামগতি উপজেলার সুজন গ্রামের ছিদ্দিক উল্যাহর ছেলে। আড়াইহাজার : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় গতকাল আফসানা নামে পাঁচ বছরের এক  শিশু নিহত হয়েছে। সে উপজেলার খন্দকার কলাগাছিয়া গ্রামের জাইদুলের মেয়ে।

সর্বশেষ খবর