মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শিশুকন্যা হত্যায় বাবাসহ পাঁচজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশুকন্যা হত্যার দায়ে বাবাসহ একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ জাফরোল হাসান আসামিদের উপস্থিতিতে গতকাল এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন— রায়গঞ্জ উপজেলার সরাইদহ গ্রামের শাহজাহান আলীর ছেলে ও নিহত শিশুর বাবা হাবিবুর রহমান হবি, তার ছোট ভাই বিশা শেখ, হবির ফুফা আয়নাল, তার স্ত্রী মনোয়ারা ও ফুফাতো বোন বিলকিস। মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালে হাবিবুর রহমান একই গ্রামের ফিরোজা বেগমকে বিয়ে করেন। তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান। একপর্যায়ে পারিবারিক দ্বন্দ্বের কারণে হবি স্ত্রীকে তালাক দেন। তখন ফিরোজা সাত বছর বয়সী মেয়ে কাকলীকে নিয়ে বাবার বাড়ি চলে যান। হাবিবুর তার সম্পত্তির ওয়ারিশ যাতে মেয়েকে করতে না হয় সেজন্য শিশুটিকে হত্যার পরিকল্পনা করতে থাকেন। ২০১১ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় হাবিবুরসহ অন্য আসামিরা কাকলীকে নিজ বাড়িতে ডেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ফিরোজা আটজনকে আসামি করে রায়গঞ্জ থানায় হত্যা মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর