মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিজিবির আটক করা গরু নিলামে বিক্রি

কুড়িগ্রাম প্রতিনিধি

রৌমারী সীমান্তে বিজিবি সদস্যদের আটক করা ভারতীয় ২২টি গরু তিন লাখ ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। সূত্র জানায়, ২২টি গরুর বাজারমূল্য ছিল ছয় লাখ ৬০ হাজার টাকা। রৌমারী কাস্টমস কর্মকর্তা মাহবুবুর রহমান ও স্থানীয় একটি চোরাচালানি চক্র আঁতাত করে গতকাল বাঘারচর বিজিবি ক্যাম্পে এ নিলামকার্য করে। নিলামে অংশ নেওয়া কেরামত আলী, শামিম মিয়াসহ অনেকে অভিযোগ করেন, আমরা ২২ জন ব্যবসায়ী নিলামে অংশ নিয়েছিলাম। আমাদের ক্যাম্পে ঢুকতে দেওয়া হয়নি। বাঘারচর বিওপি ক্যাম্পের কমান্ডার গোলাম মোর্শেদ জানান, আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭৪ এর কাছ থেকে গত ১৬ ফেব্রুয়ারি ২২টি এবং ১৯ ফেব্রুয়ারি রাতে ৬৫টি গরু আটক করে বিজিবির পৃথক টহলদল। এর মধ্যে ২২টি নিলামে বিক্রি হলো। বুধবার বাকিগুলো নিলাম দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর