বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ইছাপুরা গ্রামে গতকাল পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৫ জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, চাতলপাড় ইউনিয়নের ইছাপুরা গ্রামে মৃত ইদ্রিস মেম্বারের গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে পাওনা টাকা নিয়ে দীর্ঘদিনের বিরোধ মেটাতে গতকাল সকালে আলোচনায় বসেন স্থানীয় মাতুব্বররা। এ সময় একিন আলী ও আক্কাছ আলীর লোকজন কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

এদের মধ্যে সাদ্দাম (৩৫), সোহেল (৩৩), মঞ্জু (২৭), শরীফসহ (৩২) অন্তত ১৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, পাওনা টাকা নিয়ে বিরোধে এই গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।

সর্বশেষ খবর