বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
ভাষাশহীদদের স্মরণে

২৫০০ রোগীকে চিকিৎসা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রতি বছরের মতো এবারও ভাষাশহীদদের স্মরণে টাঙ্গাইলের সখীপুরে অনুষ্ঠিত হলো ফ্রি কিডনি ও চক্ষু ক্যাম্প। মঙ্গলবার সখীপুর উপজেলার হাতিবান্ধা গ্রামে তালিমঘরে দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা সেবার আয়োজন করে কিডনি এওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। সখীপুর ছাড়াও আশপাশের উপজেলার প্রায় আড়াই হাজার রোগীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিত্সকরা। গত ১৩ বছর ধরে চলে আসছে ভাষা শহীদদের স্মরণে এ কার্যক্রম।

দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা উপলক্ষে সেখানে ‘কিডনি রোগ প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ক্যাম্পস-এর সভাপতি ও বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এমএ সামাদ বলেন, বাংলাদেশে প্রায় দুই কোটি লোক কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় পাঁচজন লোক মৃত্যুবরণ করছে। সাধারণত ৭৫ ভাগ কিডনি নষ্ট হওয়ার আগে রোগীরা বুঝতেই পারেন না যে তিনি কিডনি রোগে আক্রান্ত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর