বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক পলক

মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার কারাদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনের অপরাধে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়কসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন এ কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্তরা হলেন— উপজেলার উয়ার্শী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রবিউল চিস্তি, ভাতগ্রাম গ্রামের আজিজুল ইসলাম, গোড়াইলের মারুফ হোসেন, গাজীপুরের কালিয়াকৈরের রিপন ও আরিফ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গ্রেফতারদের অপরাধের ধরন মোতাবেক বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

—টাঙ্গাইল প্রতিনিধি

লৌহজংয়ে দেড় হাজার দুস্থ রোগীকে ফ্রি চিকিৎসা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে মুন্সীগঞ্জের লৌহজংয়ের বনসামন্ত গ্রামের মির্জা মাঠে প্রায় দেড় হাজার দুস্থ রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এ সেবা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির পরিচালক কাইউম খানের তত্ত্বাবধানে চর্ম রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. শরিফুল ইসলাম, চক্ষু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মহিউদ্দিনসহ শিশু, নাক কান গলা বিশেষজ্ঞ, ইউরোলোজি, গাইনি ডাক্তাররা চিকিৎসা সেবা দেন। —মুন্সীগঞ্জ প্রতিনিধি

চাঁদাবাজিকালে নারীসহ সাতজন আটক

বাজিতপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নারীসহ সাতজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ ঘটনায় বাজিতপুর থানায় একটি মামলা হয়েছে। সোমবার রাতে উপজেলার হিলচিয়া বাজারে এ ঘটনা ঘটে। গতকাল তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটকরা হলেন— বাদশা দেওয়ান ও তার স্ত্রী শিউলি, আনোয়ার, রেজাউল, আল আমীন, মিজানুর ও সুমন। —কিশোরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর