শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
বাঙালি কোটা চালু দাবি

রাঙামাটি বিশ্ববিদ্যালয় ভিসি কার্যালয় ঘেরাও

রাঙামাটি প্রতিনিধি

ভর্তি ও নিয়োগে পার্বত্যাঞ্চলের বাঙালিদের জন্য কোটা চালুর দাবিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় ঘেরাও করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। শহরের ভেদভেদী এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকমীরা। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে ভিসির কার্যালয় ঘেরাও করে। একপর্যায়ে পুলিশের বাধার মুখে ঘেরাও কর্মসূচি শেষ করেন তারা। বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ভারপ্রাপ্ত জেলা সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উচ্চ শিক্ষার সুযোগ হিসেবে সরকার বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেছে। কিন্তু এর সুবিধা বাঙালিরা পাচ্ছে না। চাকরি ক্ষেত্রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অগ্রধিকার দেওয়া হচ্ছে। কিন্তু বাঙালিদের দেওয়া হয়নি।

সর্বশেষ খবর