শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক পলক

যাত্রীবাহী বাস খাদে আহত ৩০

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসের ৩০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে  কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। বাসের চালক পলাতক রয়েছে। —গাজীপুর প্রতিনিধি

সীমান্তে ৭ কেজি গানপাউডার জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্ত থেকে গতকাল ভোররাতে সোয়া সাত কেজি গানপাউডার জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আবুল এহসান জানান, ভোররাতে ওয়াহেদপুর বিওপির নায়েব সুবেদার জামাল উদ্দিনের নেতৃত্বে শ্যামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২-৩ চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশের এক কিলোমিটার ভেতরে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা একটি ব্যাগ ফেলে আবার ভারতের দিকে পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশি করে তাতে সোয়া সাত কেজি গানপাউডার পাওয়া যায়। —চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ধামরাইয়ে ৬০ হাজার পিস ইয়াবা

ঢাকার ধামরাইয়ে পাচারকালে পুলিশ ৬০ হাজার পিস ইয়াবা ও ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ধামরাইয়ের চন্দ াইলের বৌ-বাজার নামক স্থানে এ উদ্ধার অভিযান চালায় থানা পুলিশ। ধামরাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রিজাউল হক বলেন, উদ্ধারকৃত ৬০ হাজার পিস ইয়াবার মধ্যে দুই হাজার পিস ইয়াবা ভেঙে গুড়া হয়ে গেছে। আর ১৯০ বোতল ফেনসিডিল অক্ষত আছে। এ ঘটনায় ধামরাই থানায় মামলা করা হয়েছে। —ধামরাই  প্রতিনিধি

ফতুল্লায় ৪০০ টেঁটা ও বল্লম উদ্ধার

নারায়ণগঞ্জ ফতুল্লার আকবর নগর গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে প্রায় ৪০০ টেঁটা ও বল্লম উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সামাদ আলীর বাড়ি ও তার আশপাশের কয়েকটি বাড়ি থেকে প্রায় ৪০০ টেঁটা ও বল্লম উদ্ধার করা হয়। তবে ওইসব বাড়িতে কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পক্রিয়া চলছে।

—নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর