রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ সবল মেধাবী জাতি’

সারা দেশে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ

প্রতিদিন ডেস্ক

‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ সবল মেধাবী জাতি’ শ্লোগানে গতকাল সারা দেশে শুরু হয়েছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ। প্রথম দিনে শনিবার অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা ও আলোচনা সভা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

গোপালগঞ্জ : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সকালে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক। বক্তৃতা করেন— মাহাবুব আলী খান, কাজী লিয়াকত আলী, ডা. আতাউর রহমান। বগুড়া : ডিসি কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, ডা. শফিউজ্জামান প্রমুখ। র‌্যালি শেষে ডিসি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেবা সপ্তাহ উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় এমপি হাবিবর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন একেএম সরোয়ার জাহান। মেহেরপুর : সকালে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ অফিসের সামনে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুশান্ত কুমার হালদার। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। বক্তব্য রাখেন খাইরুল ইসলাম, আহসান হাবিব। কুড়িগ্রাম : ডিসি কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম প্রাণিসম্পদ কর্মকর্তা দীপক রঞ্জন রায়। প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী। বিশেষ অতিথি ছিলেন আমিনুল ইসলাম মঞ্জু, এম. একরাম, আফরোজা বেগম আল্পনা প্রমুখ। নীলফামারী : শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় হয়। প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজালাল খন্দকারের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন এজেএম এরশাদ আহসান হাবিব, দেওয়ান কামাল আহমেদ, মারুফ জামান প্রমুখ। নোয়াখালী : মাইজদী প্রধান সড়কে বের হওয়া র‌্যালিতে স্থানীয় সরকার বিভাগ নোয়াখালীর উপ-পরিচালক ড. মোহাম্মদ মাহে আলম ছিলেন প্রধান অতিথি। র‌্যালি শেষে মাইজদী বালিকা বিদ্যানিকেতন স্কুলে শিক্ষার্থীদের পুষ্টি বিষয়ক ‘স্কুল পিডিং’-এর আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ মাহে আলম, জিয়াউর রহমান প্রমুখ। শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে র‌্যালি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে। এতে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ছাড়াও খামারী, ফিডমিল ব্যবসায়ীসহ পাঁচ শতাধিক লোক অংশ নেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আব্দুল আউয়াল। বদরগঞ্জ : রংপুরের বদরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজি আবেদা গুলশান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট। ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান। সভাপতিত্ব করেন— ইউএনও আবুল কাশেম মুহাম্মদ শাহীন। এছাড়া টাঙ্গাইলের সখীপুরে র‌্যালি ও সভা হয়। ইউএনও রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি অনুপম জয়।

সর্বশেষ খবর