রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নাম পরিবর্তন করায় ক্লাসবর্জন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দির স্থানীয় দশপাড়া হযরত কবির উদ্দিন কামিল মাদ্রাসার নাম পরিবর্তন করে জায়গীর কামিল মাদ্রাসা করার প্রতিবাদে সাত দিন ধরে শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি পালন করছেন। জানা যায়, জায়গীর গ্রামের মোস্তফা কামাল, মো. সাত্তার, লুত্ফর রহমানসহ ১১ জন ইসলামী আরবি বিশ্ববিদ্যায়ের ভিসি বরাবর মাদ্রাসার স্থাবর-অস্থাবর সম্পত্তি তাদের দাবি করে আবেদন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তসাপেক্ষে ভারপ্রাপ্ত রেজিস্টার রোশন খান স্বাক্ষরিত একটি পত্র গত সাত দিন আগে মাদ্রাসায় পৌঁছে। ওই পত্রে মাদ্রাসাটির নাম ‘জায়গীর কামিল মাদ্রাসা’ উল্লেখ করলে ছাত্র-ছাত্রীরা অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের ঘোষণা দেন। মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মাওলানা পেয়ার আহম্মেদ বলেন, ‘আমরা আরবি বিশ্ববিদ্যালয় থেকে মাদ্রাসার নাম পরিবর্তনের পত্র পেয়েছি। ছাত্র-ছাত্রীরা এ খবর পেয়ে ক্লাস বর্জন করছে তাতে শিক্ষকদের কোনো সায় নেই।’ মাদ্রাসার নাম পরিবর্তনের দরখাস্তকারী মোস্তফা কামাল বলেন, দশপাড়া নামে যে মাদ্রাসা হয়েছে তা দশপাড়া মৌজায় নয়, সেটি জায়গীর চন্ডিপাশা মৌজায়। এছাড়া এটি আমাদের আদি পুরুষদের সম্পত্তির উপর স্থাপিত। মাদ্রাসার অভিভাবক সদস্য বিল্লাল মিয়া জানান, মাদ্রাসার নাম যাতে পরিবর্তন না করা হয় সেজন্য আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে। 

সর্বশেষ খবর