রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘বিশ্ব মুসলিমের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই আমাদের নীতি’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

‘বিশ্ব মুসলিমের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই আমাদের নীতি’

সৌদি সরকারের পক্ষ থেকে চরমোনাই পীরের হাতে উপহার তুলে দেন সে দেশের ধর্মবিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা

সৌদি আরবের ধর্মমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইবরাহিম ইবনে আবদুল আজিজ আজ্জায়েদ বলেছেন, চরমোনাইর ময়দানজুড়ে যেন নূর চমকাচ্ছে। তিনি ঈমানি এই দলের সঙ্গে থাকতে সবার প্রতি আহ্বান জানান। ওলামা সম্মেলনে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি বলেন, ‘আমাদের নীতি হলো বিশ্ব মুসলিমের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা।’ গতকাল চরমোনাইর বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে এ ওলামা সম্মেলনে সৌদি আরব, ওমান, দুবাই, যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশ থেকে বরেণ্য ব্যক্তির আগমনে লাখ লাখ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। চরমোনাই পীরের আমন্ত্রণে মাহফিলে যোগ দিতে গতকাল সকালে সৌদি সরকারের একটি প্রতিনিধি দল চরমোনাই আসে। দলে ছিলেন সৌদি আরবের ধর্মমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইবরাহিম ইবনে আবদুল আজিজ আয যায়েদ, সৌদি সরকারের সর্বোচ্চ উলামা কাউন্সিলের সদস্য ও মন্ত্রণালয়ের উপদেষ্টা সাদ বিন তুর্কি ইবন মুহাম্মাদ আল খাসলান, রিয়াদ জামিউল ইখলাসের ইমাম ও খতিব মুহাম্মদ সালেহ মুহাম্মাদ আস সামেরি, ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা আবদুল্লাহ জাইফুল্লাহ আল মাতিরি, সালেম সাইদ ইবনে সালেহ আবদুল আজিজসহ সৌদি রাষ্ট্রদূত ও অন্য কর্মকর্তারা। দুপুরে চরমোনাই ময়দানে পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম ও আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি তাদের স্বাগত জানান। পরে তারা জামিয়ার কার্যালয়, কোরআন শিক্ষা বোর্ড অফিস, মাহফিলের প্যান্ডেলসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মুসল্লিদের উদ্দেশে বক্তব্যে ইবরাহিম ইবনে আবদুল আজিজ আয যায়েদ বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে এসেছেন বলে জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর চরমোনাইর সভাপতিত্বে ওলামা সম্মেলনে বিশ্ববরেণ্য ওলামা-মাশায়েখসহ দেশের শীর্ষ ওলামায়ে কিরাম বক্তব্য দেন।

সর্বশেষ খবর