সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাসপোর্টের সব সেবা এক ছাতার নিচে

নিজস্ব প্রতিবেদক, যশোর

পাসপোর্ট সেবা সপ্তাহ শুরু হয়েছে গতকাল। এ উপলক্ষে যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় চত্বরে বসানো হয়েছে একাধিক বুথ (হেল্প ডেস্ক)। পাসপোর্ট করতে আসা আগ্রহী ব্যক্তিদের এসব বুথ থেকে সব ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। অর্থাৎ একই ছাতার নিচ থেকে সব ধরনের সুবিধা পাবেন পাসপোর্ট করতে আগ্রহী ব্যক্তিরা। সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। এ উপলক্ষে আলোচনা সভায় মো. জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন এম আর খায়রুল উমাম, মুস্তাফিজুর রহমান প্রমুখ। ঝিনাইদহ : ঝিনাইদহে গ্রাহকদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হচ্ছে একই ছাদের তলে। এ রকম সেবা পেয়ে পাসপোর্ট করতে আসা গ্রাহকরা খুবই খুশি। জানা গেছে, ১৯৯৪ সালের নভেম্বরে জেলা প্রশাসক দফতরের সামনে ভাড়া বাড়িতে স্থাপন করা হয় ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিস। প্রথম দিকে নানা সমস্যা থাকলেও বর্তমানে তা কাটিয়ে উঠছে। সেবা সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। উপস্থিত ছিলেন আবদুর রউফ মণ্ডল, বজলুর রশিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিনাজপুর : ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কর্মসূচি পাসপোর্ট সেবা কার্যক্রমে নতুন গতি এনে দিয়েছে। ফলে এখন ১ কোটি ৬৫ লাখেরও বেশি মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্ট করে সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে। দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রাঙ্গণে ‘পাসপোর্ট সেবা সপ্তাহ’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর খায়রুল আলম উপরোক্ত কথা বলেন। রোতিকা সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মো. গোলাম রাব্বী, ডা. সাদেক মিয়া ও মোহাম্মদ কাজেম উদ্দীন। টাঙ্গাইল : টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। উপস্থিত ছিলেন মো. শাহাদত হোসেন, মো. আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট জাফর আহমেদ, কাজী জাকেরুল মওলা প্রমুখ। এ সেবা থেকে প্রবাসীরা তিন থেকে সাত দিনের মধ্যে পাসপোর্ট পাবেন। মানুষকে পড়তে হবে না দালালের খপ্পরে। এখন জরুরি আবেদনে এক সপ্তাহ ও সাধারণ আবেদনে ২১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে। নীলফামারী : জেলা শহরের জেলখানা সড়কে নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে সেবা সপ্তাহের উদ্বোধন করেন এ জে এম এরশাদ আহসান হাবিব। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশিস কুমার দাস। পাসপোর্টপ্রত্যাশীদের হয়রানি দূর করে দুর্নীতিমুক্ত থেকে সেবার মান বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফল চন্দ্র গোলদার, সাংবাদিক তাহমিন হক, মীর মাহমুদুল হাসান, ভুবন রায় নিখিল, তৈয়ব আলী সরকারসহ পাসপোর্ট সেবা গ্রহণকারীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর