সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
খুনি মোশতাকের বাড়ি অপসারণ দাবি

মহাসড়কে মানববন্ধন বিক্ষোভ

কুমিল্লা ও দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি থেকে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়ি অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। গতকাল কুমিল্লার দাউকান্দিতে মানববন্ধনে ও বিক্ষোভে অংশগ্রহণ করে দাউকান্দি এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

এ সময় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায়  যান চলাচল বন্ধ করে আন্দোলন করে। মানববন্ধনে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন (অব.) বলেন,  খুনি মোশতাকের বাড়ি অপসারণ করার জন্য রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য চেষ্টা করা হচ্ছে। দাউদকান্দিকে কলঙ্কমুক্ত করার জন্য খুনি মোশতাকের বাড়ি অপসারণসহ অন্যান্য দাবিতে উপজেলা আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে থাকবে। এ সময় আরও বক্তব্য দেন মেঘনা উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব, দাউদকান্দির পৌর মেয়র নাইম ইউসুফ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিবসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর