মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দুদকের গণশুনানিতে জনতার রোষানলে কর্মকর্তারা

লালমনিরহাট প্রতিনিধি

‘এবার আওয়াজ তুলুন, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল লালমনিরহাটের পাটগ্রামে র‌্যালি, আলোচনা সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দুদক ও টিআইবির আয়োজনে দুর্নীতিবিরোধী র‌্যালি ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা ভূমি, সেটেলমেন্ট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন, সাব রেজিস্ট্রি ও হিসাবরক্ষণ অফিসসহ ১০টি দফতরে নাগরিক সুবিধা নিশ্চিতে জনসাধারণকে কোনো হয়রানি করা হয় কিনা সে ব্যাপারে মুখোমুখি শুনানি হয়। তখন ওইসব দফতরের কর্তা ব্যক্তিরা ভুক্তভোগীদের রোষানলে পড়েন। শুনানিতে উপজেলার এসব দফতরে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও জনসাধারণকে হয়রানির চিত্র উঠে আসে। আলোচনা সভায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ আলা উদ্দিন খান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীরপ্রতীক, রুহুল আমীন বাবুলসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। প্রধান অতিথি ১০ দফতরের কর্মকর্তাদের সতর্ক করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

সর্বশেষ খবর