শিরোনাম
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মাদক-বাল্যবিয়ে নির্মূলে নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে

—এ বি তাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া ও বাঞ্ছারামপুর প্রতিনিধি

মাদক-বাল্যবিবাহ নির্মূলে মহিলাদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মহিলা আওয়ামী লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.)। তিনি অনুষ্ঠানে উপস্থিত প্রায় ১০ সহস্রাধিক নারীর উদ্দেশে বলেন— আপনারা আপনাদের সন্তানদের প্রতি তীক্ষ নজর রাখুন। তারা যেন মাদকাসক্ত না হয়। নিজ সন্তানকে বাল্যবিবাহ নামক ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। পড়াশোনা করান। তা হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলায় সার্থকতা আসবে। মনে রাখবেন ‘একজন শিক্ষিত মা— একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারে’। ক্যাপ্টেন তাজ বলেন, আমার নির্বাচনী এলাকায় মাদকাসক্ত ও মাদকবিক্রেতাদের ঠাঁই নাই। সবার জন্য জিরো টলারেন্স। ছাড় নাই। মাদক বিক্রেতাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হবে বলে সাবধান করে দেন তিনি। উপজেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসু ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, মো. সিরাজুল ইসলাম, আবদুল আউয়াল প্রমুখ।

সর্বশেষ খবর