বুধবার, ১ মার্চ, ২০১৭ ০০:০০ টা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা

পাহাড়ে বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি

শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বিশেষ কোটা বাতিল এবং বাঙালিদের অগ্রাধিকার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। জেলা শহরের পৌরসভা চত্বরে গতকাল সমাবেশে বক্তব্য রাখেন, বেগম নূর জাহান, জাহাঙ্গীর ও আলমগীর। বক্তারা বলেন, ‘শিক্ষা ও চাকরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিশেষ কোটা বাতিল করা না হলে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে পার্বত্যাঞ্চল অচল করে দেওয়া হবে।’ এর আগে বাঙ্গালী ছাত্র পরিষদের একাংশ সাব্বির ও আছাদের নেতৃত্বে কয়েক যুবক সমাবেশস্থলে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর