বুধবার, ১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পদ্মা মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে আজ থেকে দুই মাস (১ মার্চ-৩১ এপ্রিল) সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য বিভাগ জনসচেতনতা সভাসহ কর্মসূচি সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলেদের অনেকেই বলছেন, কষ্ট হলেও তারা নদীতে মাছ ধরতে নামবেন না। তবে সরকারি সহায়তা না বাড়লে জীবনের প্রয়োজনে নদীতে না নেমে উপায় থাকবে না বলে জানান কেউ কেউ। জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান বলেন, মৎস্য বিভাগ অনেক আগে থেকেই বিভিন্ন স্থানে জনসচেতনামূলক কর্মসূচি পরিচালনা করছে। এছাড়া প্রতি জেলের জন্য নিষিদ্ধ সময় মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দ রাখা হয়েছে।

সর্বশেষ খবর