Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৩০
পুলিশের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় ছাত্রদল নেতা-কর্মীর সঙ্গে সংঘর্ষে ১৩ পুলিশ আহত হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। বিগত দিনের মতো মিছিল থেকে দোকানপাটে হামলা-লুটপাটের আশঙ্কায় বন্ধ ছিল আশপাশের সব ব্যবসা প্রতিষ্ঠান। ওই ঘটনায় পুলিশ এসল্ট মামলা করার পর থেকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানে গতকাল কেন্দুয়া কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে পৌর এলাকার আলীপুর প্রাথমিক বিদ্যালয়মাঠে সমাবেশ হয়। প্রধান অতিথি ছিলেন ডিসি ড. মুশফিকুর রহমান। অংশ নেন এসপি জয়দেব চৌধুরী, কেন্দুয়ার ইউএনও মুতাহসিমুল ইসলাম প্রমুখ। অন্যদিকে ওই ঘটনার প্রতিবাদে পৌরসভার সামনে থেকে গতকাল মিছিল বের করে আওয়ামী লীগ। নূরুল ইসলাম ও আসাদুল হক ভূইয়ার নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেন। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি আলীপুর স্কুলমাঠে ছাত্রদলের কর্মী সামাবেশে পুলিশের লাঠিচার্জকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ১৩ সদস্য আহত হন। এ ঘটনায় গতকাল পর্যন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow