বুধবার, ১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এক পলক

দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে আজ থেকে দুই মাস (১ মার্চ-৩১ এপ্রিল) সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য বিভাগ জনসচেতনতা সভাসহ কর্মসূচি সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। —চাঁদপুর প্রতিনিধি

দুই বস্তা সরকারি ওষুধ উদ্ধার

নীলফামারীর ডিমলায় দুই বস্তা সরকারি ওষুধসহ মমিনুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মমিনুর ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সের চুক্তিভিত্তিক টিকা বহনকারী। সোমবার রাতে বালাপাড়া ইউনিয়নের রূপাহারা গ্রামে মমিনুরের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে দুই বস্তা ভর্তি ১৩ প্রকারের ২০ হাজার ৩৩০ পিস সরকারি ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধার ওষুধের মূল্য প্রায় আড়াই লাখ টাকা। —নীলফামারী প্রতিনিধি

ভুয়া কর্নেলের কাছে ৩০ মোবাইল

নারায়ণগঞ্জ শহরের জামতলায় প্রতারণার অভিযোগে সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয় দেওয়া একেএম মঈন আজিজ ওরফে সুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তার বাড়িতে তল্লাশি করে ৩০টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। মঙ্গলবার জামতলা ধোপাপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। —নারায়ণগঞ্জ প্রতিনিধি

ওলামা লীগের কর্মিসভা

সুনামগঞ্জ জেলা সদরে ও ছাতকে আওয়ামী ওলামা লীগের পৃথক কর্মিসভা ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ছাতকের একটি আবাসিক হোটেলে সম্মেলনকক্ষে উপজেলা ওলামা লীগ কর্মিসভা ও সুধি সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী। সোহেল আহমদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, শাহজাহান মিয়া, আল আমীন, শহীদুল ইসলাম নগরী।

 —সুনামগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর