শিরোনাম
বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ছাত্র সংঠনগুলোই পারে ক্যাম্পাস ধূমপানমুক্ত রাখতে : রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেছেন, ‘ক্যাম্পাস ধূমপানমুক্ত রাখতে ছাত্র সংগঠনগুলোকে ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ছাত্রলীগ যদি আবাসিক হল ও ক্যাম্পাসে ধূমপান ও সকল মাদক সেবনের বিরুদ্ধে কাজ করে তবেই ক্যাম্পাস ধূমপানমুক্ত হতে পারে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ও আ্য্যসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের যৌথ আয়োজনে ‘ধূমপানমুক্ত ক্যাম্পাস : বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকটি গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভবন শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হয়। রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসাইন মিঠুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক চৌধুরী সারোওয়ার জাহান, মিজানুর রহমান, মশিহুর রহমান, শাহ্ আজম শান্তনু ও সিন্ডিকেট সদস্য মামুন আ. কাইয়ুম। বক্তারা বলেন, যারা ধূমপানসহ অন্য নেশায় আসক্ত তারাই ক্যাম্পাসে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

সর্বশেষ খবর