Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২ মার্চ, ২০১৭ ০২:৪০
চাঁদা না দেওয়ায় অটো চালককে পিটুনি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা না দেওয়ায় সিএনজিচালিত অটোরিকশার এক চালককে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত চালক শাহ আলম ফতুল্লার শহীদনগরের আব্দুল জব্বারের ছেলে। গতকাল দুপুরে নূরবাগ এলাকায় এ ঘটনার পর শাহ আলমকে শহরের ৩০০ শয্যার খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহ আলম জানান, ফতুল্লার পাগলা নূরবাগ থেকে মাতুয়াইল হাসপাতাল পর্যন্ত সড়কে ১০৪টি সিএনজি অটোরিকশা চলাচল করে। স্থানীয় কয়েক সন্ত্রাসী দৈনিক প্রতি সিএনজি থেকে ১০০ এবং মাসে আরো ৩০০ টাকা চাঁদা আদায় করে। এ সড়কে কেউ নতুন অটো নামালে তার কাছ থেকে প্রথমে ১০ হাজার টাকা চাঁদা নেয়। তার বন্ধু আরিফ চাঁদা না দিয়ে একটি অটোরিকশা নিয়ে বুধবার সড়কে নামেন। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তার অটোরিকশা আটক করে মারধর করতে থাকে। শাহ আলম প্রতিবাদ করলে তাকেও লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটায়। ফতুল্লা মডেল থানার ওসি জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই পাতার আরো খবর
up-arrow